বাংলাদেশ জামায়াতে ইসলামী ত্রিশাল পৌর শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ এপ্রিল ) সন্ধ্যায় স্থানীয় ত্রিশাল আব্বাছিয়া ফাজিল (ডিগ্রী ) মাদ্রাসায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার নায়েবে আমীর, ময়মনসিংহ ৭ ত্রিশাল আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আসাদুজ্জামান সোহেল।
ত্রিশাল পৌর জামায়াতের আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে ও পৌর সেক্রেটারি এনামুল হকের সঞ্চালনায় উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহরান সালেহ, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা মনিরুজ্জামানসহ পৌর শাখার বিভিন্ন ওয়ার্ডের দায়িত্বশীল ও কর্মীবৃন্দ।