মানবাধিকার সংগঠন অধিকার এর সেক্রটারী আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক নাসির উদ্দিন এলানকে বিচারিক হয়রানির মাধ্যমে সাজা দেয়ার প্রতিবাদ ও নিঃশর্ত মুক্তির দাবিতে মৌন মানববন্ধন করেছেন মানবাধিকার কর্মীরা।
মঙ্গলবার সকালে ময়মনসিংহ প্রেসক্লাবের সামনে অধিকার এর সমন্বয়কারী সাংবাদিক আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় মৌন মানববন্ধনে অংশ নিয়েছেন হিউম্যান রাইটস নেটওয়ার্কের মানবাধিকার কর্মীরা। মৌন মানববন্ধন শুরুর আগে উপস্থিত মানবাধিকার কর্মীরা আদিলুর রহমান খান শুভ্র ও নাসির উদ্দিন এলানের মুক্তি চেয়ে বক্তব্য রাখেন। পরে FreeAdil ও FreeElan লিখা কালো কাপড় মুখে লাগিয়ে মৌন অবস্থান করে প্রতিবাদ জানায়। এসময় নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তি চেয়ে বিভিন্ন ধরনেরর ফেস্টুন প্রদর্শন করেন অধিকার ময়মনসিংহ নেটওয়ার্কের মানবাধিকার কর্মীরা।