Verify you are human by completing the action below.
c50837370a4f3486
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার এক কাপড়ের দোকানে দূধর্ষ চুরির সংঘটিত হয়।
বুধবার গভীর রাতে শফি মিয়া মর্ডান মার্কেটের রংপুর গার্মেন্টস এন্ড ক্লথ স্টোর এর দোকানে এ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনার পর আশেপাশের দোকানগুলোর মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে।
দোকান মালিক মাজিদুল ইসলাম মিন্টু জানান,গত বুধবার রাত ১১টার দিকে প্রতিদিনের ন্যায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যাই। পরের দিন সকালে দোকান খুলতে গিয়ে দেখি দোকানের পিছনের ড্রেসিংরুমের দেওয়াল ভাঙ্গা এবং ক্যাশ বাক্সে থাকা ২ লক্ষ ১৮ হাজার টাকা চোররা চুরি করে নিয়ে গেছে।
কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন, চুরির বিষয়টি আমি শুনেছি।