বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১২:১২ পূর্বাহ্ন

তানোরে ঈদ উপলক্ষে জমে উঠতে শুরু করেছে কেনাকাটা

সারোয়ার হোসেন, তানোর (রাজশাহী) থে‌কে
  • আপডেট শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ১৪১ দেখেছে

ঈদের বাকি আর মাত্র ১০দিন।ঈদুল ফিতরকে সামনে রেখে তানোরের গার্মেন্স গুলোতে জমে উঠতে শুরু করেছে ঈদের কেনাকাটা। তানোর গোল্লাপাড়া বাজারের মার্কেট গুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত চলছে কেনাকাটার ধুম। সকাল থেকে রাত পর্যন্ত যেন দম ফেলার সময় নেই গার্মেন্স দোকানীদের। দোকানে আশা ক্রেতাদের একের পর এক শাড়ি কাপড় থ্রি পিচ জামা দেখাতে হিমসিম খেতে হচ্ছে ব্যবসায়ীদের। এবার ঈদ বাজারে পাখি কিরণ মালা পোষাককে পিছনে ফেলে পোষাক বাজার দখল করে দাপিয়ে বেড়াচ্ছেন কাঁচা বাদাম জামা লেহেঙ্গা পোষাক। গত দু’বছর মহামারি করোনা ভাইরাসের জন্য দেশজুড়ে অশান্তির মধ্যে ঈদ উৎসব পালন করতে হয়েছে মানুষকে। সেই সাথে গার্মেন্স ব্যবসায়ীদের ব্যবসা ছিলো মন্দা। করোনা ভাইরাসের জন্য বাড়ি থেকে বের হতে নিষেধাজ্ঞা করে লকডাউন ঘোষণা করায় সাধারণ মানুষ বাজার হাটে এসে তেমন কেনাকাটা করতে পারেনি। তবে এবার আল্লাহ পাক কোন দূর্যোগ মহামারি না দেয়ায় সকাল থেকে রাত পর্যন্ত গার্মেন্স দোকান গুলোতে কেনাকাটা করার জন্য ভিড় জমাচ্ছেন ক্রেতারা। এতে করে গার্মেন্স ব্যবসায়ীদের চোখে মুখে ফুটে উঠেছে এক প্রকার স্বস্তির ছাপ।

তানোর গোল্লাপাড়া বাজারের নাম করা শাড়ি কাপড়ের দোকানদার হাফিজুর রহমান জানান, গত দু’বছরের তুলনায় এবার ঈদ বাজারে মানুষ ভালোই কেনাকাটা করছেন। আশা করা যাচ্ছে ঈদ যত ঘনিয়ে আসবে ততই সরগরম হয়ে উঠবে মানুষের কেনাকাটা।

গোল্লাপাড়া বাজারের গার্মেন্স ব্যবসায়ী আব্দুল জব্বার জানান, এবার ঈদে ক্রেতাদের পছন্দের শীর্ষে চাহিদায় রয়েছে বাদাম জামা ও লেহেঙ্গা পোষাক।

তানোর গোল্লাপাড়া বাজারের পুরাতন কাপড় ব্যবসায়ী ও বাজার ব্যবসায়ী বণিক সমিতির সভাপতি সারোয়ার জাহান বলেন, পরপর দুইবার ঈদে করোনা ভাইরাসের জন্য ব্যবসা মন্দা গেছে। কিন্তু এবার কোন মহামারি না থাকায় ঈদকে ঘিরে মানুষের কেনাকাটা করতে উপচে পড়া ভীড় হচ্ছে। তাই ক্রেতাদের কথা চিন্তা করে গোল্লাপাড়া বাজারের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে সিসি ক্যামেরা লাগানো রয়েছে। যাতে করে ঈদের কেনাকাটা করতে আশা মানুষের টাকা পয়সা,গাড়ি চুরি করতে না পারে চোর সেই দিকে বিশেষ নজর রাখা হয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD