মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভালুকায় নাগরিক অসন্তোষের অবসান ঘটিয়ে নতুন প্রাণের সঞ্চার করেছেন ইউএনও ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন

লোকসানের মুখে কাউনিয়ার পোল্ট্রি খামারিরা

মোঃ সাইফুল ইসলাম, কাউনিয়া (রংপুর) থে‌কে 
  • আপডেট শুক্রবার, ২২ এপ্রিল, ২০২২
  • ১৪১ দেখেছে

পোল্ট্রির খাবারের দাম বৃদ্ধিতে কাউনিয়া উপজেলার কয়েকশো পোল্ট্রি খামারি লোকসানে পড়েছেন। গত বছরের করোনার ধাক্কা সামাল দিতে অনেকেই লোন করে ব্যবসা টিকিয়ে রাখার চেষ্টা করে আরো বিপাকে পড়েছেন। অনেক পোল্ট্রি খামারি এ ব্যবসা ছেড়ে অন্য পেশাতে চলে যাচ্ছেন। সরেজমিনে কাউনিয়া উপজেলার পোল্ট্রি খামারগুলো ঘুরে দেখা গেছে, বছর দুয়েক আগেও যেসকল পোল্ট্রি খামার বড় ছিলো সেগুলো ছোট করে ফেলেছেন খামারিরা। অনেকেই পোল্ট্রি খামারের জিনিসপত্র বিক্রি করে দিয়েছেন।

অনেকে অন্য পেশাতে না যেতে পেরে এখনো লোকসান গুনছেন। প্রাণীসম্পদ অফিস সূত্রে জানা যায়, নিবন্ধিত লেয়ার ৩৬টি ও নিবন্ধিত ব্রয়লার ৪৫টি ও অনিবন্ধিত লেয়ার ও ব্রয়লার মুরগির খামার ১৮৫টি। বালাপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর ব্রয়লার খামারি মোঃ জামাল উদ্দিন বলেন,মুরগির খাবারের দাম বৃদ্ধির ফলে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। চার বছর আগেও যেখানে বস্তা প্রতি ফিডের মূল্য ছিল এক হাজার দুইশত টাকা। চলতি বছর প্রতি বস্তায় গুণতে হচ্ছে দ্বিগুণ টাকা। এভাবে চলতে থাকলে মাথায় হাত দেওয়া ছাড়া উপায় থাকবে না। আমি ব্যাবসা গুটিয়ে নিব আর কত ক্ষতি করবো। প্রশাসন ফিডের দামের সাথে ব্রয়লারের দাম সমন্বয় করে দিলে ভাল হতো। একই এলাকার মুরগির খামারি মোঃ মফিজ উদ্দিন বলেন, ৪-৫ বছর আগেও খাবারের মুল্য এক হাজার দুইশত টাকা ছিলো। আর এখন মুরগির খাবার কিনতে হচ্ছে তিন হাজার তিনশ থেকে চারশ টাকা দরে। এদিকে বাজারে ডিম বিক্রি করতে গেলে কম দাম পাওয়া যায়। অথচ ডিম কিনতে গেলেই দাম বেড়ে যায়। শতকরা ৮০ভাগ খামার ধ্বংস হয়ে গেছে আর ২০ ভাগ খামার আছে এগুলোই ধ্বংসের পথে। হরিচরনলস্করের খামারী মোঃ আখের আলী বলেন, কিছুদিন আগে আমার খামারে ব্লাড-ফ্লু হয়ে সব মুরগী মারা যায়, আমার যে ক্ষতি হয়েছে খামার বন্ধ করে পেশা পরিবর্তন করেছি। আমাকে কোন ধরনের সহযোগীতা করা হয়নি। কাউনিয়া পোল্ট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম বলেন, সরকারের সংশ্লিষ্ট মহল পোল্ট্রি খাবারের দাম নিয়ন্ত্রণে সঠিকভাবে নজরদারি করলে খামারিরা রক্ষা পাবেন। কাউনিয়া উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সিঞ্চিতা রহমান বলেন,সারা দেশেই এক রকম অবস্থা, ফিডের দাম বৃদ্ধিতে খামারিদের লাভটা কমে গেছে।খামারিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে।সরকার যদি পোল্ট্রি শিল্পের দিকে মনোযোগ দিতেন।আর ভ্যাট ও ট্যাঙ্রে পরিমাণ কমিয়ে দেওয়া হতো তাহলে খাবারের মূল্যটা কমে যেতো।আর কাঁচামাল সহজলভ্য করে বিদেশে রপ্তানি কিছুদিনের জন্য কমিয়ে দিলে বা বন্ধ করে দিলে ভালো হতো। কাঁচামালের রপ্তানি বন্ধ করা হলে সেক্ষেত্রে ফিড বানানো ও ফিডের মূল্যটা সহনীয় পর্যায়ে থাকতো।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD