ফেনী ট্রাংক রোড়স্থ বাটা জুতা শো-রুমে পুরাতন জুতার গায়ে লাগানো পুরাতন ট্যাগের উপর বাড়িতি মূল্যের ট্যাগ বসানোর দায়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।
বুধবার (২০ এপ্রিল) বিকালে ফেনী ট্রাংক রোড়স্থ বাটা জুতা শো-রুমে আভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার।এসময় দেখা যায় পুরাতন জুতায় লাগানো পুরাতন ট্যাগের উপর বাড়িতি মূল্যের নতুন ট্যাগ লাগানো হয়েছে।মা ক্রেতাদের সাথে প্রতারনার শামিল।তাই এই অপরাধের দায়ে ওই জুতা শো-রুমকে দায়ে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করেন ফেনী জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল চাকমা।
এই অভিযানে সহায়তা করেন শহর মড়েল থানা পুলিশের একটি দল।জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।