ফেনী মহিপাল এলাকায় রবিবার (২০ এপ্রিল) অভিযান পরিচালনা করে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে পুলিশ। এবং তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
পুলিশ সূত্রে জানায়,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী মহিপালস্থ শান্তি পরিবহন বাস টার্মিনাল এলাকায় কয়কজন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা কালে মহিপাল শান্তি পরিবহন বাস টার্মিনালের সামনের পাকাঁ রাস্তার উপর থেকে ১)ফারুক আহাম্মদ (৩৫),২) সাইফুল ইসলাম (১৮) কে আটক করে এবং তাদের হেফাজতে থাকা ০৩ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ যার আনুমানিক মূল্য ৩০.০০০ টাকা।
আটককৃত আসামি ১) ফারুক আহাম্মদ (৩৫) লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার বড়াইল্লা গ্রামের মাওলানা সাহেবের বাড়ির পিতা-মৃত রফিকুল ইসলাম, মাতা-মৃত আমেনা বেগমের ছেলে বর্তমানে খাগড়াছড়ি জেলার রমগড় উপজেলার আনন্দ পাড়া রামগড় বাজার, ২) সাইফুল ইসলাম (১৮) খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলার দারোগাপাড়া গ্রামের পিতা-মহিন উদ্দিন, মাতা-সাফিয়া খাতুনের ছেলে।