সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
ভালুকায় নাগরিক অসন্তোষের অবসান ঘটিয়ে নতুন প্রাণের সঞ্চার করেছেন ইউএনও ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন

লালপুর স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে পোড়ানো হলো সরকারি ঔষধ

‌মোঃ শিমুল আলী, না‌টোর থে‌কে
  • আপডেট মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২
  • ১২৫ দেখেছে

নাটোরের লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্তরে বিপুল পরিমান বিনামূল্যে বিতরণের সরকারি ঔষধ পোড়ানো হয়েছে।

সোমবার বিকালে বিষয়টি সাধারণ মানুষের নজরে আসে। হাসপতাল চত্বরে ফ্লু-কর্ণারের পাশে এলবেন্ডাজল, প্যারাসিটামল, মেট্রোসহ কয়েকটি গ্রুপের বিপুল পরিমাণ সরকারি ঔষধ পুড়িয়ে ফেলার চিহ্ন দেখে গেছে।

খোঁজ নিয়ে জানা যায়, লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিপুল পরিমান সরকারি ঔষধ ও চিকিৎসা সামগ্রী মেয়াদ উত্তিণ হওয়ায় রোববার পুড়িয়ে ফেলেন ৩য় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। প্রায় প্রতি মাসেই এভাবে পোড়ানো হয় বিনামূল্য বিতরণের সরকারি ঔষুধ। অথচ হাসপাতালে অন্তঃ বিভাগে রোগীদের বাহিরে ঔষুধ থেকে কেনানো হয় বলে অভিযোগ রয়েছে।

সিএনজি চালক আমিরুল ইসলাম বলেন, আমি সড়ক দূর্ঘটনায় আহত হয়ে অত্র হাসপাতালে ভোরে ভর্তি হয়। অথচ জরুরি মুহূর্তে বাহির থেকে ঔষুধ কিনে নিয়ে আসতে হয়েছে। অথচ এখন শুনি বিপুল পরিমাণ ঔষুধ পুড়িয়ে দেয়া হয়েছে।

এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফার্মাসিস্ট কার্তিক বলেন, জায়গা না থাকায় করোনা ভ্যাক্সিনের ভায়েল ফেলে দেওয়া হয়েছে। এটা যারা করোনা ভ্যাক্সিন দিচ্ছে তারা বলতে পারবেন। সেখানে কোন সরকারি ঔষুধ ছিলনা বলে দাবি করেন তিনি।

হাসপাতালে আবাসিক চিকিৎসক সুরুজ্জামান শামীম বলেন, সরকারি ঔষুধ পুড়ানো বা ফেলে দেওয়ার কোন সুযোগ নেই। আমি দুইদিনের ছুটিতে থাকায় বিষয়টি আমার জানা নেই। বিষয়টি খতিয়ে দেখছি।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা কেএম শাহাবুদ্দিন বলেন, বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ নিয়ে এক্ষুণি দেখছি। এমন কিছু হয়ে থাকলে তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD