কমিউনিটি বেইজড হেলথ্ কেয়ার (সিবিএইচসি) এর আয়োজনে নীলফামারীর ডোমারে ইউনিয়ন পর্যায়ে দুইদিন ব্যাপী কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ বিষয়ক কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১১ই এপ্রিল) সকালে উপজেলার দুই ইউনিয়ন গোমনাতি ও কেতকীবাড়ীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রায়হান বারী। এতে সভাপতিত্ব করেন—৩নং গোমনাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহম্মেদ ফয়সাল শুভ।
ইউনিয়ন ফ্যাসিলিটেটর হিসেবে গোমনাতি ইউনিয়নের প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আল-আমিন রহমান। এছাড়া কেতকীবাড়ী ইউনিয়নে প্রশিক্ষক ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভারপ্রাপ্ত স্বাস্থ্য পরিদর্শক মো. বেলাল উদ্দীন।
উল্লেখ্য, দুইদিন ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি গ্রুপ প্রশিক্ষণ কর্মশালায় দুই ইউনিয়নে ৭০ জন প্রশিক্ষণার্থীকে সিজি গ্রুপের ২০২১-২২ ব্যাচে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণটি আগামীকাল ১২ই এপ্রিল অব্ধি চলমান থাকবে। এছাড়া প্রশিক্ষণে অংশগ্রহণ করা ব্যক্তিদের ‘শেখ হাসিনার অবদান, কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ শীর্ষক লাল-সবুজের ছাতা প্রদান করা হয়।