শুক্রবার, ০২ মে ২০২৫, ১২:০৫ অপরাহ্ন

নীলফামারীর ডোমারে আইন-শৃঙ্খলা রক্ষা বিষয়ক সভা অনুষ্ঠিত

তপন দাস, নীলফামারী থে‌কে
  • আপডেট সোমবার, ১১ এপ্রিল, ২০২২
  • ১২৬ দেখেছে

নীলফামারীর ডোমার উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃঙ্খলা, চোরাচালান, মাদকদ্রব্য, সন্ত্রাস ও নাশকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ই এপ্রিল ) সকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহিনা শবনমে’র সভাপতিত্বে আইন-শৃঙ্খলা, চোরাচালান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এসময়, ডোমার সহকারী কমিশনার (ভূমি) জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান বেগম রৌশন কানিজ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক খায়রুল আলম বাবুল, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত)মঞ্জুরুল হক চৌধুরী, ডোমার থানার এস আই শাহ আলম, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার নুরননবী, প্রেস ক্লাব সভাপতি আসাদুজ্জামান চয়ন, মাধ্যমিক শিক্ষা অফিসার শাকেরিনা বেগম, ডোমার মহিলা কলেজের অধ্যক্ষ শাহিনুর ইসলাম,ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল আলম, বাংলাদেশ প্রেস ক্লাব ডোমার উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক নুরকাদের সরকার ইমরান, হরিনচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাসেল রানা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর প্রধান প্রমূখ উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা, সন্ত্রাস ও নাশকতাসহ বিভিন্ন বিষয়াবলী নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD