সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের বালিউড়া গ্রামের মৃত আইয়ুব আলী’র পুত্র রাহেল (১২) নামের এক শিশুকে হত্যার চেষ্টায় কূপিয়ে জখম করেছে দূর্ভিত্তরা।
স্থানীয়রা জানান, গত বুধবার (৬ এপ্রিল) বিকেলে বালিউড়া গ্রামের মৃত আইয়ুব আলী’র পুত্র আহত রাহেল মিয়া (১২) পাশবর্তি দোয়ারগাঁও গ্রামে প্রবেশ করলে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যার উদ্দেশ্যে প্রকাশ্য দিবালোকে এই বর্বরতা চালিয়ে দা দিয়ে কূপিয়ে গুরুতর জখম করে দূর্ভিত্তরা।
এসময় আহত রাহেল মিয়া মাঠিতে লুটিয়ে পরে চিৎকার শুরু করলে স্থানীয়রা এগিয়ে আসলে দূর্ভিত্তরা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় রাহেল’কে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে রাহেল সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এব্যাপারে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর বলেন, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।