হযরত মাওলানা আব্দুল বারী ধর্মপুরী(রঃ) এর ইন্তেকালে বেফাক নেতৃবৃন্দের শোক প্রকাশ
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম টাইটেল মাদ্রাসা, মৌলভীবাজার এর শাইখুল হাদীস হযরত মাওলানা আব্দুল বারী ধর্মপুরী সাহেব আজ ০৪ রমজান ১৪৪৩ হিজরী বুধবার সন্ধ্যা ৬ ঘটিকায় ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তাঁর ইন্তেকালে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি আল্লামা মাহমুদুল হাসান ও মহাসচিব মাওলানা মাহফুজুল হক সহ বেফাকের সকলে গভীর শোক প্রকাশ করেন। তাঁরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারাদেশের ওলামায়ে কেরাম ও তালিবুল ইলমের নিকট তাঁর জন্য বিশেষ দোয়ার অনুরোধ জানান।
আল্লাহ পাক তাঁর পরিবার পরিজনকে সবরে জামিল দান করুন, তাঁর জীবনের খিদমাত গুলো কবুল ও মঞ্জুর করুন এবং তাকে জান্নাত নসিব করুন- আমিন। মাওলানা মোঃ জুবায়ের মহাপরিচালক ভারপ্রাপ্ত বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।