শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:৪২ অপরাহ্ন

লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি

Reporter Name
  • আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৩৬৫ দেখেছে
লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি

লালমনিরহাটে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। নদীর পানি কমতে থাকায় নিম্নাঞ্চল থেকে পানি নেমে যাচ্ছে। তবে আকস্মিক এ বন্যায় নিম্নাঞ্চলের ফসলের ক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

১৫টি চরাঞ্চলের বাদাম, ভুট্টা,সবজি,বীজতলা কোথায় আংশিক আবার কোথাও সম্পূর্ণরুপে নষ্ট হয়ে গেছে। বন্যার পানিতে দেড় হাজার হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে যায়। কৃষক ফসল তুলতে না পেরে অনেকটাই ক্ষতিগ্রস্ত। একদিকের করোনার প্রভাব অপরদিকে আকস্মিক এ বন্যায় চরাঞ্চলের চাষিরা দিশেহারা। পানি কমতে থাকায় অনেক বাড়ি-ঘর থেকে পানি নেমে গেছে। আজ তিস্তা নদীর পানি ডালিয়া ব্যারেজ পয়েন্টে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে পানি কমে যাওয়ায় অনেক এলাকায় নদী ভাঙন দেখা দিয়েছে। তিস্তা ব্যারেজের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানিয়েছেন বুধবার সকাল নয়টায় তিস্তার পানি ডালিয়া পয়েন্টে বিপদসীমার ৫২.৬০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD