শুক্রবার, ০৯ মে ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

রেকর্ড পর্যায়ে পৌঁছালো স্বর্ণের দাম; বাজারে অস্থিরতা

Reporter Name
  • আপডেট মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ৩৮২ দেখেছে
স্বর্ণ

করোনার মধ্যেই দেশের বাজারে রেকর্ড পর্যায়ে পৌঁছালো স্বর্ণের দাম। এক মাসের মধ্যে আবারো বেড়েছে মূল্যবান এই ধাতুর দাম। ২২ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে বাড়ানো হয়েছে ৫ হাজার ৭১৩ টাকা। ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ৬৯ হাজার ৮শ ৬৭ টাকা। বাড়তি দামের জন্য আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয়ের কথা জানিয়েছে, জুয়েলার্স সমিতি। হঠাৎ দাম বেশি হাওয়ায় নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে।

মঙ্গলবার থেকেই কার্যকর হওয়া দামে প্রতিভরি ২২ ক্যারেট স্বর্ণ বিক্রি হবে ৬৯ হাজার ৮৬৭ টাকায়। সোমবার পর্যন্ত যার বিক্রয়মূল্য ছিলো ৬৪ হাজার ১শ ৫২ টাকা। নতুন মূল্য অনুযায়ী এক ভরি ২১ ক্যারেট স্বর্ণের দাম পড়বে ৬৬ হাজার ৭১৮ টাকা, ১৮ ক্যারেট ৫৭ হাজার ৯৭০ টাকা। সনাতন পদ্ধতিতে বিক্রি হওয়া প্রতিভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ৪৭ হাজার ৬৪৭ টাকা। বাড়তি দামের প্রভাব পড়েছে বাজারে।

ব্যবসায়িরা জানিয়েছেন, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বেড়েছে প্রায় দেড় শতাংশ। এশিয়া অঞ্চলে লেনদেনে প্রতি আউন্স স্বর্ণের দাম রেকর্ড ১হাজার ৭৫০ ডলার ছাড়িয়ে যায়। গত দুই মাসে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম প্রায় ১৯ শতাংশ বেড়েছে।

এর আগে সবশেষ ২৮ মে স্বর্ণের দাম নির্ধারণ করেছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD