শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:৫৩ অপরাহ্ন

ত্রিশা‌লে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বুধবার, ৬ অক্টোবর, ২০২১
  • ৩২৭ দেখেছে

“সবার জন‌্য প্রয়োজন, জন্ম ও মৃত্যুর পরপরই নিবন্ধন” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস ২০২১ উপল‌ক্ষে র‌্যালি ও আ‌লোচনা সভা অন‌ু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (৬ অ‌ক্টোবর) সকা‌লে ত্রিশাল উপ‌জেলা প্রশাস‌নের উ‌দ্যো‌গে এক‌টি র‌্যালি বের করা হয়। প‌রে উপ‌জেলা প‌রিষদ মিলনায়ত‌নে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপস্থিত ছি‌লেন উপ‌জেলার প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন সরকার। এ সময় উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার আক্তারুজ্জামা‌নের সভাপ‌তি‌ত্ত্বে উপ‌স্থিত ছি‌লেন ত্রিশাল উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সের মে‌ডি‌কেল অ‌ফিসার মা‌হির আঞ্জুম, কাঁঠাল ইউ‌পি চেয়ারম‌্যান দে‌লোয়ার হো‌সেন কামাল, হ‌রিরামপুর ইউ‌পি চেয়ারম‌্যান আবু সাঈদ, বা‌লিপাড়া ইউ‌পি চেয়ারম‌্যান গোলাম মোহাম্মদ বাদল, ত্রিশাল রি‌পোর্টার্স ক্লা‌বের সভাপ‌তি কামাল হো‌সেন, ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহ‌মেদ সহ সং‌শ্লিষ্ট দপ্ত‌রের কর্মকর্তা ও ইউ‌পি স‌চিবগণ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD