রবিবার, ১১ মে ২০২৫, ০২:২৯ অপরাহ্ন

ইংল্যান্ডের কোচ হচ্ছেন পল কলিংউড

Reporter Name
  • আপডেট রবিবার, ১৪ জুন, ২০২০
  • ৪৬০ দেখেছে

ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের অস্থায়ী কোচ হচ্ছেন দেশটির সাবেক অধিনায়ক পল কলিংউড। কলিংউডকে জাতীয় দলের দায়িত্ব দেয়ার ব্যাপারে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে। আয়ারল্যান্ডের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ইংল্যান্ড দলের কোচের দায়িত্ব পালন করবেন কলিংউড। পার্শবর্তী দেশটির বিপক্ষে সিরিজ চলাকালীন বিশ্রামে থাকবেন নিয়মিত প্রধান কোচ ক্রিস সিলভারউড।

এর আগে ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কলিংউড। ২০১৪ সালে বাংলাদেশে সফরে ইংল্যান্ড টি-টোয়েন্টি দলের সহকারী কোচ ছিলেন তিনি। আয়ারল্যান্ডের বিপক্ষে জুলাইয়ে তিন ম্যাচের সিরিজ খেলার পরিকল্পনা রয়েছে ইংল্যান্ডের। দুটি ভেন্যু এজেম বোল ও ওল্ড ট্রাফোর্ডে সিরিজের ম্যাচগুলো হতে পারে। এখনো সূচি চূড়ান্ত হয়নি।

করোনাভাইরাসের কারণে গত মার্চ থেকে ক্রিকেট বিশ্ব থমকে আছে। তবে আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারো মাঠে ফিরছে ক্রিকেট। ওই সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ৫৫ জনের দল নিয়ে অনুশীলন শুরু করছে ইংল্যান্ড। কলিংউডকে দায়িত্ব দেয়ার দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য স্বাগতিক দলও ঘোষণা করবে।

২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন কলিংউড। তবে ২০১৮ সালে পেশাদার ক্রিকেট থেকে অবসর নেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ২০১০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে কলিংউডের নেতৃত্বাধীন ইংল্যান্ড দল চ্যাম্পিয়ন হয়। তার হাত ধরে প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ে ইংল্যান্ড। এরপর গত বছর দেশের মাটিতে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতে ইংলিশরা। ওই দলের অধিনায়ক ছিলেন ইয়োইন মরগান।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD