আগামী ২৮নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর ইউনিয়ন নৌকার মনোনিত প্রার্থী মেজবাহ উদ্দিন চাঁন মিয়ার নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) বিকেলে হরিরামপুর নিগুরকান্দা মড়লের বাজারের জামিয়া ছিদ্দিকীয়া মাদ্রাসার মাঠে উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কামরুজ্জামান মাস্টারের সভাপতিত্বে হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক সস্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা পরিষদ সাবেক ভাইস-চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ আশরাফুল ইসলাম মন্ডল, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল মৃধা, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, উপজেলা আওয়ামীলীগের সদস্য বীরমুক্তিযোদ্ধা আছমত আলী মুঞ্জু, কেন্দ্রীয় মৎস্যজীবীলীগ কার্যকরী সভাপতি ছাইফুল্লাহ মানিক, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, উপজেলা যুব মহিলালীগ আহবায়ক শিরিনা ইসলাম চায়না প্রমুখ।