শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:২৫ পূর্বাহ্ন

সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে ত্রিশালে মানববন্ধন

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বৃহস্পতিবার, ২০ মে, ২০২১
  • ৪৪০ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে সাংবা‌দিক রো‌জিনা ইসলা‌মের মুক্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

পেশাগত দায়িত্ব পালনের সময় প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে নির্যাতনের বিচার ও তাঁর মুক্তির দাবিতে ময়মনসিংহের ত্রিশাল প্রেসক্লাবের আ‌য়োজ‌নে ক্লা‌বের সামন বৃহস্পতিবার (২০ মে) সকালে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ সভা করা হয়েছে। এতে সংবাদকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এ সময় ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব‌্য রা‌খেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা সরকার, ত্রিশাল উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা ইউনিটের সভাপতি খোরশিদুল আলম মজিব, দৈনিক বিশ্বের মুখপাত্র পত্রিকার সম্পাদক এন.বি.এম ইব্রাহিম খলিল রহিম, ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, সাংবাদিক রফিকুল ইসলাম শামিম, ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি রেজাউল করিম বাদল, ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ত্রিশাল রিপোর্টাস ইউনিটির সভাপতি এইচ এম জোবায়ের হোসেন, ত্রিশাল রিপোর্টাস ক্লাব সভাপতি কামাল হোসেন, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমদ, বাংলাদেশ সাংবাদিক সমিতির উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, আমার সংবাদ প্রতিনিধি মামুনুর রশীদ, খবরপত্র প্রতিনিধি ফয়জুর রহমান ফরহাদ, প্রতিদিনের সংবাদ প্রতিনিধি মেহেদি জামান লিজন, আজকের অর্থনীতি প্রতিনিধি রুকুনুজ্জামান সরকার রাহাদ, আজকের পত্রিকা প্রতিনিধি সাইফুল আলম তুহিন, সময়ের আলো প্রতিনিধি মোঃ হুমায়ুন কবীর, স্ব‌দেশ প্রতিদিনের প্রতিনিধি ইমরান হাসান বুলবুল, ডেসটিনি প্রতিনিধি সাদিকুর রহমান, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল কাদের কবীর, স্বাধীনমত প্রতিনিধি আবু রাইহান, এক্সপ্রেস প্রতিনিধি মাসুদ রানা প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনা নিয়ে বেশ কিছু প্রতিবেদন করেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম। স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ আমলাদের কুকীর্তি ঢাকতে রোজিনাকে হেনস্তা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা দিয়ে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। রোজিনার বিরুদ্ধে মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করে তাঁকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয় ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD