শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

সক‌লে মি‌লে এ‌দে‌শের কৃষক‌দের ঠকা‌চ্ছে -মাহমুদুল হাসান মা‌নিক

ময়মন‌সিংহ প্রতি‌নি‌ধি
  • আপডেট শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২
  • ১৬২ দেখেছে

ইউ‌ক্রেনে যুদ্ধ শুরু হ‌য়ে‌ছে, ভয় পা‌চ্ছি তৃতীয় বিশ্ব যুদ্ধ না লে‌গে‌ যায়। দুই বছর ধ‌রে গোটা পৃ‌থিবী জো‌ড়ে একটা যুদ্ধ চল‌ছে সেটা হ‌লো ক‌রোনা যুদ্ধ। গোটা পৃ‌থিবীর অর্থনী‌তি ভে‌ঙে গে‌ছে। লক্ষ লক্ষ লোক মারা গে‌ছে। ক‌রোনা শেষ হ‌তে‌ না হ‌তেই ইউ‌ক্রেন ও রা‌শিয়ার ম‌ধ্যে যুদ্ধ শুরু হ‌য়ে‌ছে। ক‌রোনা কালীন আমা‌দের বাংলা‌দেশটা‌কে যারা বাঁচা‌লো তারা হ‌লো কৃষক ভাই‌য়েরা। এ‌দে‌শে ২০ ভাগ মানুষ দ‌রিদ্র সীমার নি‌চে বসবাস ক‌রে মহামা‌রি ক‌রোনার কার‌ণে ৪০ ভাগ মানুষ দরিদ্র সীমার নী‌চে চ‌লে গে‌ছে। আমরা ঘর থে‌কে বের হ‌তে পা‌রি নাই। এ দুই বছর কৃষ‌কেরা কোন জ‌মি খা‌লি রা‌খে নাই। ঘ‌রের ভিতর ডু‌কে নাই আমার দে‌শের কৃষক। চাষাবাদ ক‌রে দেশটা‌কে বাঁ‌চি‌য়ে রে‌খে‌ছে। চাষাবাদ ক‌রে কৃষকেরা ক্ষ‌তিগ্রস্থ হ‌য়ে‌ছে। তবুও এ‌দেশ‌কে রক্ষা ক‌রে যা‌চ্ছে। দে‌শের সকলে মি‌লে একটা শ্রেণি‌কে ঠকা‌চ্ছে সেটা হ‌চ্ছে কৃষক। তারা কোথাও ন‌্যায‌্য দাম পা‌চ্ছে না, যে ফসল খে‌তে ২টাকা সেই ফসল ঢাকায় ৫০ টাকা ক‌রে বি‌ক্রি হ‌চ্ছে ব‌লে জানান জাতীয় কৃষক স‌মি‌তির সভাপ‌তি ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টির প‌লিটব্যু‌রো সদস‌্য কমে‌রেড মাহমুদুল হাসান মা‌নিক। ময়মন‌সিংহ মুস‌লিম ইন‌স্টি‌টিউটে তি‌নি প্রধান অ‌তি‌থির ব‌্যক্ত‌বে‌্য এসব কথা ব‌লেন।

জাতীয় কৃষক স‌মি‌তি ময়মন‌সিংহ জেলা ক‌মি‌টি গঠন উপল‌ক্ষে শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপু‌রে ময়মন‌সিংহের মুস‌লিম ইন‌স্টি‌টিউট হল রু‌মে এক আ‌লোচনা সভা ও কৃষক সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন বাংলা‌দেশ জাতীয় কৃষক স‌মি‌তির সভাপ‌তি ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টির প‌লিটব্যু‌রো সদস‌্য কমে‌রেড মাহমুদুল হাসান মা‌নিক। সভাপ‌তিত্ব ক‌রেন জাতীয় কৃষক স‌মি‌তির সদস‌্য ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ত্রিশাল উপ‌জেলা ক‌মি‌টির সভাপ‌তি কৃ‌ষি‌বিদ নিতাই চন্দ্র রায়। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, জাতীয় শ্রমিক ফেডা‌রেশ‌নের সভাপ‌তি ও বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টির প‌লিটব্যু‌রো সদস‌্য কম‌রেড কামরুল আহসান, বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ময়মন‌সিংহ জেলা ক‌মি‌টির সভাপ‌তি কম‌রেড সু‌জিত বর্মণ।শু‌ভেচ্ছা বক্তব‌্য রা‌খেন, জাতীয় শ্রমিক ফেডা‌রেশ‌ন ময়মন‌সিংহ জেলা শাখার সভাপ‌তি ডাঃ জিএস মুজুমদা‌ খোকন। অনুষ্ঠান সঞ্চালনা ক‌রে বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ত্রিশাল উপ‌জেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক কম‌রেড রাধার রমন মোধক।

এছাড়াও অনুষ্ঠা‌নে বক্তব‌্য রা‌খেন, জাতীয় কৃষক স‌মি‌তি ত্রিশাল উপ‌জেলা কমি‌টির সভাপ‌তি মোঃ আফ‌রোজ আলী, বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি ময়মন‌সিংহ জেলা ক‌মি‌টির সদস‌্য আক্কাছ আলী মেম্বার, বাংলা‌দেশের ওয়ার্কার্স প‌া‌র্টি মুক্তাগাছা উপজেলা ক‌মি‌টির সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলাম প্রমুখ।

আ‌লোচনা সভা ও কৃষক সমা‌বেশ শে‌ষে কৃ‌ষি‌বিদ নিতাই চন্দ্র রায়‌কে জাতীয় কৃষক সমিতি ময়মনসিংহ জেলা ক‌মি‌টির আহবায়ক ক‌রে ৫ সদস‌্য বি‌শিষ্ট এক‌টি আহ্বায়ক ক‌মি‌টি ঘোষণা ক‌রেন জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!