রাজধানীর উত্তরার ১৩ নম্বর অগ্নিকাণ্ড; নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

  • আপডেট শুক্রবার, ২৪ জুলাই, ২০২০
  • ৩৪৪ দেখেছে

রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের গরিবে নেওয়াজ অ্যাভিনিউয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, ‘উত্তরার ১৩ নম্বর সেক্টরের ১০ তলা একটি ভবনের ছয়তলায় আগুন লেগেছে। খবর পেয়ে সেখানে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌঁছায়। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আমরা জানতে পেরেছি ছয়তলাতে একটি বাণিজ্যিক অফিস আছে। ওই অফিসে আগুন লেগেছে।’

লিমা খানম বলেন, ‘তবে কীভাবে আগুন লেগেছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারেনি। কোনো হতাহতের খবরও আমরা জানতে পারেনি। এই ব্যাপারে তদন্ত করে তারপর বিস্তারিত জানা যাবে।’

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!