শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:১৫ অপরাহ্ন

ময়মনসিংহে পিবিআই কর্তৃক অপহ্নতা উদ্ধার

Reporter Name
  • আপডেট বুধবার, ২৯ জুলাই, ২০২০
  • ৩১০ দেখেছে

ময়মনসিংহে পিবিআই কর্তৃক অপহ্নতাকে উদ্ধার করা হয়েছে।

মামলার ভিকটিম কবিতা আক্তার (১৬)। বুধবার ভোরে গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার চতর বাজার এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

সে জেলার ভালুকা থানার পালগাঁও গ্রামের কাইম উদ্দিনের কন্যা। মামলার বিবরনে জানাযায়, গত (৩ জুলাই) সন্ধ্যার সময় নিজ বাড়ি হতে পাশেই তার চাচার বাড়িতে যাবার সময় আসামী জাহাঙ্গীর তার সহযোগীদের নিয়ে কবিতা আক্তারকে অপহরণ করে নিয়ে যায়।

পিবিআই ময়মনসিংহ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি জানান,ভালুকা থানার সিআর মামলা নং-৩৫/২০২০, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সং/০৩) এর ৭/৩০ এর অপহৃত ভিকটিম মোছাঃ কবিতা আক্তার (১৬) কে উদ্ধার করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD