শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

মেসি’র ৭ শ’তম গোলের মাইলফলকে হতাশা বার্সা

  • আপডেট বুধবার, ১ জুলাই, ২০২০
  • ৪৭৮ দেখেছে
ফুটবল তারকা লিওনেল মেসি

টানা দুই আর শেষ চার ম্যাচে তিন ড্রয়ের ধাক্কা নিয়ে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে অনেকটাই পেছনে পড়ে গেল বার্সেলোনা। সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ঘরের মাঠে ড্র করেছেন মেসি-সুয়ারেজরা।

মঙ্গলবার রাতে ন্যু ক্যাম্পে বার্সেলোনা ২-২ গোলে ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে। ম্যাচে ৭০০তম ক্যারিয়ার গোলের মাইলফলক ছুঁয়েছেন লিওনেল মেসি।

এই ড্রয়ে বার্সেলোনা ৩৩ ম্যাচে ৭০ পয়েন্টে টেবিলের দুইয়ে। এক ম্যাচ কম খেলে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ পরের ম্যাচে ব্যবধান অনেকটাই বাড়িয়ে নেয়ার সুযোগ পাবে।

ম্যাচে ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইলফলক ছুঁয়ে মেসি দারুণ কিছুরই আভাস দিচ্ছিলেন। শেষপর্যন্ত উদযাপনে পূর্ণতা নিয়ে মাঠ ছাড়তে পারেননি বার্সা অধিনায়ক।

দ্বিতীয়ার্ধে পেনাল্টিতে গোলটি করেন আর্জেন্টাইন মহাতারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে ৭২৪ ম্যাচে ৬৩০ ও জাতীয় দলের হয়ে ১৩৮ ম্যাচে ৭০ গোলসহ সাতশ হল ফুটবল জাদুকরের।

মাঠের খেলায় লড়াই এরাতে ভালোই ছড়িয়েছে রোমাঞ্চ। ম্যাচের ১১ মিনিটেই লিড পায় বার্সা। মেসির ফ্রি-কিক কর্নারের বিনিময়ে ঠেকিয়েছিলেন ডিয়েগো কস্তা, সেই কর্নার থেকে নেয়া মেসির শটই পরে কস্তার গায়ে লেগে নিজেদের জালে জড়িয়ে গেলে স্বাগতিকরা এগিয়ে যায়।

ম্যাচের ১১ মিনিটে জমে আরেক নাটক। বক্সে অতিথিদের ক্যারাসকোকে স্বাগতিকদের ভিদাল ফাউল করে বসলে স্পটকিক নেন কস্তা, অনেকটা ঝাঁপিয়ে সেটিতে দেয়াল হয়ে দাঁড়ান আন্দ্রে টের স্টেগেন। শেষ রক্ষা হয়নি, প্রতিপক্ষ শট নেয়ার আগে গোললাইন ছেড়ে অনেকটা বেড়িয়ে আসায় হলুদ কার্ড দেখতে হয় জার্মান এ গোলরক্ষককে। আর আবারও পেনাল্টি নিতে হয় অ্যাটলেটিকোকে। এবার পোয়াবারো, এবার কস্তা নন, স্পটকিক নেন সাউল নিগুয়েজ। সফলও হন, সমতায় ফেরে অতিথিরা।

মিনিট তিনেক পর মেসির দারুণ এক প্রচেষ্টা পোস্টে প্রতিহত হয়। বিরতির আগে আগে তার আরেকটি আক্রমণ ঠেকিয়ে দেন অতিথি গোলরক্ষক ইয়ান ওব্লাক। সময় আসে মধ্যবিরতির।

ফিরে মেসির ৭০০তম গোলের দেখা মেলে। নেলসন সেমেদোওকে ৫০ মিনিটের সময় বক্সে ফাউলে করে বসে অ্যাটলেটিকো। রেফারি পেনাল্টি দিলে জাল খুঁজে নেন মেসি। চলতি লিগ মৌসুমে তার ২২তম গোল, আর বার্সেলোনা ও জাতীয় দল মিলিয়ে ৭০০।

ম্যাচের ৬২ মিনিটে আবারও ধাক্কা স্বাগতিকদের। সেমেদোও নিজ বক্সে ক্যারাসকোকে ফেলে দিলে অ্যাটলেটিকোর পাওয়া পেনাল্টিতে সমতা ফেরান সাউল। ম্যাচে জোড়া গোল তার। ওই গোলেই বার্সার শিরোপার স্বপ্ন অনেকটা ধূসর হয়ে পড়ে!

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!