ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় তরুন পার্টির ৩নং বোররচর ইউনিয়ন কমিটি গঠিত
আজ ২১ আগষ্ট, শনিবার বিকেলে, ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় তরুন পার্টির সদস্য সচিব মাসুদ রানা,৩ নং বোররচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোফাজ্জল হোসেনের সুপারিশ ক্রমে, সদর উপজেলা জাতীয় তরুন পার্টির আহ্বায়ক আতিকুল ইসলাম আতিকের স্বাক্ষরিত মো: আরিফুল ইসলাম কে আহ্বায়ক ও আনিসুর রহমান কে সদস্য সচিব করে ৪১( এক চল্লিশ) সদস্য বিশিষ্ট ০৩(তিন) নং বোররচর ইউনিয়ন জাতীয় তরুনপার্টি র কমিটি ঘোষনা করা হয়।
উক্ত কমিটি ঘোষনা অনুঁষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্হিত ছিলেন ময়মনসিংহ জেলা জাতীয় তরুন পার্টি র যুগ্ম আহ্বায়ক মো: কবির আলী। বিশেষ অতিথি হিসাবে উপস্হিত ছিলেন, ময়মনসিংহ সদর উপজেলা জাতীয় তরুন পার্টি র সিনি: যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহ্বায়ক সুলতান মাহমুদ, যুগ্ম আহ্বায়ক এনামুল হক ও যুগ্ম আহ্বায়ক নুরুল হোসেন।
এময় আরও উপস্হিত ছিলেন ৩নং বোররচর ইউনিয়ন জাতীয় পার্টি র সদস্য সচিব ফুল মিয়া,যুগ্ম আহ্বায়ক রহমান সরকার,আমির মেম্বার ও মোতালেব হোসেন। ৩ নং বোররচর ইউনিয়ন জাতীয় শ্রমিক পার্টি র সভাপতি শাহজাহান মায়া ও জাতীয় তরুন পার্টি র তৃনমূল নেতা কর্মীবৃন্দ।