ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর ময়মনসিংহ জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ময়মনসিংহ নগরীর দূ্র্গাবাড়ী রোডে অবস্থিত গ্রীণ পার্ক রেস্টুরেন্টে আজ রবিবার (২৭ আগস্ট ২০২৩) তারিখ দুপুরে ময়মনসিংহ জেলা কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর ময়মনসিংহ জেলা কমিটির সভাপতি দৈনিক মানব কন্ঠ পত্রিকার প্রতিনিধি জাকির হোসাইন, সাধারণ সম্পাদক দৈনিক সময়ের কন্ঠ পত্রিকার প্রতিনিধি কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক দৈনিক জবাবদিহি পত্রিকার প্রতিনিধি আকরাম হোসাইন সহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
উক্ত আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়ন এর কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ার তালুকদার। কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রাকিবুল ইসলাম মাহফুজ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ।
এ সময় ময়মনসিংহ জেলার ১৩ টি উপজেলা থেকে আসা আগত অতিথি সাংবাদিকদের নিয়ে ২৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।