বারান্দায় রোদ্দুর নিয়ে আসছে প্রমা আবৃত্তি সংগঠন

  • আপডেট বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২০
  • ৩৩৪ দেখেছে

নিউ নরমাল লাইফ বা নব্য জীবন ব্যবস্থার সাথে সময় অতিবাহিত করতে গিয়ে আমাদের নানা অসুবিধায় পড়তে হচ্ছে এই সময়ে। কিন্তু এটাও সত্য যে, এই নতুন অবস্থার সীমাবদ্ধতা কাটাতে আমরা এখন এসে বসছি জীবনের ছোট্ট খোলা বারান্দায়। এত দিন যেটা আমাদের ছিল- কিন্তু, অপ্রয়োজনীয় বলে সেটাকে তেমন করে দেখিনি। সেই ছোট খোলা বারান্দায় প্রযুক্তিকে আশ্রয় করে এখন আমরা নিয়মিত বা অনিয়মিত ভাবে বসছি নিজেদের প্রিয় মানুষদের সাথে। বারান্দার রোদ্দুর আমাদের মনের উপর পড়ে খুলে দিচ্ছে পুরোনো ডায়রির পাতা। সে পাতার না বলা কথাগুলো উঠে আসবে এই ভার্চ্যুয়াল আয়োজনে।
১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত ১০টায় প্রমা আবৃত্তি সংগঠনের এই আয়োজনের প্রথম পর্বে যুক্ত হবেন প্রিয় আবৃত্তিশিল্পী অভিনেতা আসাদুজ্জামান নূর।
সঞ্চালনায় থাকবেন আবৃত্তি শিল্পী রাশেদ হাসান।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!