শিরোনাম

ফেনীতে বাড়ির ছাদে গাঁজা চাষ ও বিক্রয়ের অভিযোগে আটক-১

দেলোয়ার হোসেন, ফেনী থে‌কে
  • আপডেট রবিবার, ১৭ এপ্রিল, ২০২২
  • ১৩৭ দেখেছে

ফেনীর দাগনভূঞাঁর সামসপুর এলাকায় অভিযান পরিচালনা করে বাড়ির ছাদে গাঁজা চাষ করে তা বিক্রের অভিযযোগে আব্দুর রব জুয়েল (৩০) মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

পুলিশ জানায়, রবিবার (১৭ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে দাগনভূঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের সামসপুর এলাকায় নিজ বাড়ির ছাদে গাঁজা চাষ করে নিজে সেবন ও বিক্রি করে আসছে জুয়েল নামের এক যুবক। এমন তথ্যের ভিত্তিতএ কাটা ব্লক মুকবুল কোম্পানীর বাড়ীতে অভিযান চালানো হয়।এসময় ওই বাড়ির ছাদে টবে রোপন করা গাঁজার গাছ উদ্ধারসহ তার ঘরে তল্লাশী করে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ তাকে আটক করে পুলিশ।

আটককৃত আসামি আব্দুর রব জুয়েল (৩০)দাগনভুঞাঁ উপজেলার রাজাপুর ইউনিয়নের সামসপুর এলাকার কাটা ব্লক মুকবুল কোম্পানীর বাড়ীর আবদুল বারেকের ছেলে।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান ইমাম জানান, অভিযানে ৫শত গ্রাম গাঁজা ও ছাদের টবে রোপন করা গাঁজার চারা সহ আটককৃত আসামি আব্দুর রব জুয়েল কে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণের করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!