“প্রতীক্ষা”

  • আপডেট সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
  • ২৬৭ দেখেছে
অবিরত কলরব হৈ চৈ নেই তো আর,
চারদিকে শুধু হাহাকার।
সর্বত্র সতন্ত্র, রাস্তাঘাটে নেই যান,
বিশ্ব ভয়ার্ত, প্রাণহীন, ম্লান।
থেমে গেছে সমুদয়,মুমূর্ষু ধরা,
হে প্রভু দয়াময় দাও সাড়া।
রমজান মাসের অছিলাতে,
প্রভু তোমার রহমতে,
করোনা কে কর শেষ,
স্বস্তিতে ভরুক পৃথিবীর প্রতিটি দেশ।
বন্দী ছুটি, আতঙ্কিত সময়,
জনজীবন অশান্তিময়।
নিস্তব্ধ ছুটি আঁধার কালো,
আঁধার ঘুচিয়ে দাও আলো।
ঈদের নামাজ পড়বো সকলে মিলে,
তোমার দয়ায় করোনা ধ্বংস হলে।
পৃথিবী হবে কোলাহল মুখরিত,
সেই প্রতীক্ষায় প্রতিটি মুহূর্ত।
ফিরবো আবার কর্মজীবনে,
নির্ভীক মনে,আনন্দোচ্ছল প্রাণে।
লেখক :- কবি সাদিয়া সুলতানা নীলু

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!