পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

একেএম বজলুর রহমান, পঞ্চগড় থে‌কে
  • আপডেট শনিবার, ১৬ এপ্রিল, ২০২২
  • ১৭৯ দেখেছে

বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ও সরকারি ছুটিতে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ২ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারো আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে।

শনিবার (১৬ এপ্রিল) সকালে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি ও বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রফতানি গ্রুপের সাধারণ সম্পাদক ও বাংলাবান্ধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুদরত ই খুদা মিলন জানান, বাংলা নববর্ষ উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে গত বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল থেকে বন্দরের সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়। শুক্রবার (১৫ এপ্রিল) সরকারি ছুটি থাকায় মোট ২ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর শনিবার (১৬ এপ্রিল) সকাল থেকে বন্দরে পুনরায় যথারীতিতে শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!