শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:০৩ অপরাহ্ন

নাঈম হাসানের নেতৃত্বে ত্রিশালে ছাত্রলীগের শোডাউন

ত্রিশাল (ময়মন‌সিংহ) সংবাদদাতা :
  • আপডেট বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৪ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি মো. নাঈম হাসা‌নের নেতৃ‌ত্বে বিশাল শোডাউন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্প‌তিবার (২ সে‌প্টেম্বর) দুপু‌রে উপ‌জেলার বা‌লিপাড়া থে‌তে শোডাউন‌টি শুরু হ‌য়ে ত্রিশাল পৌর শহ‌রে পৌছায়। ত্রিশাল পৌর শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ‌ত্রিশাল উপ‌জেলা প‌রিষ‌দে চ‌ত্বরে শেষ হয়। প‌রে ত্রিশাল উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান আব্দুল ম‌তিন সরকা‌র ও পৌর মেয়র এবিএম আন‌ছুজ্জামান সহ উপ‌জেলার অন‌্যান‌্য আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ ও স্বেচ্ছা‌সেবকলীগ নেতা‌দের সা‌থে সৌজন‌্য সাক্ষাৎ ক‌রেন ময়মন‌সিংহ জেলা ছাত্রলী‌গের সহ সভাপ‌তি মো. নাঈম হাসান।

মো. নাঈম হাসান ত্রিশাল উপ‌জেলার বালিপাড়া ইউনিয়নের বাসিন্দা। তার বাবার আবু সাঈদ ও জোৎস্নারা বেগম। পিতা-মাতা দুইজনই পেশায় শিক্ষক।

মাতা জোৎস্নারা বেগম ইউনিয়ন আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বা‌লিপাড়া ইউ‌নিয়ন প‌রিষ‌দের সংর‌ক্ষিত ম‌হিলা মেম্বার।

আওয়ামী পরিবারে বেড়ে উঠা নাঈম হাসানের কৈশোরেই ছাত্রলীগের রাজনীতিতে প্রবেশ। শিক্ষা জীব‌নে মো. নাঈম হাসান একজন মেধাবী ছাত্র। এসএসসি ও এইচএসসি`তে জিপিএ ৫ পেয়ে ভর্তি হন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের উপসম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ‌্যয়নরত মো. নাঈম হাসান ময়মনসিংহ জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটিতে সহ সভাপতি নির্বাচিত হন।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD