শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ধর্ষক জামিন পেয়ে যেন সমাজে ঘোরাফেরা করতে না পারে -মোস্তাফিজুর রহমান

  • আপডেট শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
  • ৪১৬ দেখেছে

ময়মনসিংহের ত্রিশাল পৌরসভা বিট পুলিশের আয়োজনে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়ে। শনিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় সরকারি নজরুল একাডেমি মাঠে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান বলেন, ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে হলে সুনির্দিষ্ট সময়ের মধ্যেই পুলিশকে তদন্ত কাজ সম্পন্ন করতে হবে। ধর্ষক জামিন পেয়ে যাতে বেশি সময় সমাজে ঘোরাফেরা করতে না পারে সে জন্য মামলার তদন্ত কাজ নির্ধারিত সময়ে শেষ হলেই বিজ্ঞ আদালতে বিচার কাজ নির্ধারিত সময়ে শেষ করতে পারবেন। ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ করতে পুলিশের পাশা-পাশি সমাজের সচেতন প্রতিটি মানুষকেই এগিয়ে আসতে হবে বলে জানান তিনি।

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহমুদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আ.লীগের বর্ষিয়াণ নেতা ফজলে রাব্বী, জেলা আ.লীগের সাবেক যুগ্ম সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা পরিষদের সাবেক (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শোভা মিয়া আকন্দ, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম, উপজেলা আ. লীগের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম মন্ডল, ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, আ.লীগ সদস্য ইকবাল হোসেন, ত্রিশাল থানার পুলিশ পুরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র রায়, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন্নেছা বিউটি, সরকারি নজরুল একাডেমির প্রধান শিক্ষক কামরুল ইসলাম, উপজেলা বিট পুলিশিং এর সভাপতি আঃ মোতালেব, বীর মুক্তিযোদ্ধা আঃ মান্নান, উপজেলা নাট্য সংস্থার সভাপতি সোহেল হাবীব, উপজেলা ছাত্রলীগ সভাপতি হাসান মাহমুদ, উপজেলা শ্রমিক লীগ সভাপতি সুয়েল মাহমুদ সুমন, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহীম খলিল নয়ন, ত্রিশাল রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ কামাল হোসেন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তফা সরকার, সাবেক সভাপতি খোরশিদুল আলম মুজিব প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ত্রিশাল থানার সেকেন্ড অফিসার (এসআই) বিকাশ চন্দ্র সরকার।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!