শিরোনাম

দোয়ারাবাজারে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ-সম্প্রসারণ শীর্ষক সেমিনার

শাহ্ মাশুক নাঈম, দোয়ারাবাজার (সুনামগঞ্জ) থে‌কে
  • আপডেট বুধবার, ৩০ মার্চ, ২০২২
  • ৬৭ দেখেছে

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় দুই দিন ব্যাপি স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকাল ১১ ঘটিকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ এর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা কামরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিএসআইআর প্রিন্সিপাল সায়েন্টিফিক অফিসার সালমা আহমেদ।

এসময় অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) ফয়সাল আহমেদ,থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর,উপজেলা শিক্ষা কর্মকর্তা পঞ্চানন কুমার সানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজাদুর রহমান ভুঁইয়া, বাংলাবাজার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রোটারিয়ান এম আবুল হোসেন।

মেলায় ৭টি স্টল বসেছে। মেলা শেষ হবে ৩১ মার্চ বৃহস্পতিবার। প্রথম দিনে বিষয় ভিত্তিক আলোচনা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক প্রজেক্ট উপস্থাপন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!