শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:১৭ অপরাহ্ন

ত্রিশা‌ল উপ‌জেলা প্রশাস‌নের সংবাদ স‌ম্মেলন

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১
  • ৪৪০ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে উপ‌জেলা প্রশাস‌নের সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

“আশ্রয়‌নের অ‌ধিকার, শেখ হা‌সিনার উপহার” এ প্রতিপাদ‌্যকে সাম‌নে রে‌খে মু‌জিববর্ষ উপ‌লক্ষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কর্তৃক ভূ‌মি ও গৃহহীন প‌রিবারকে জ‌মি ও গৃহ প্রদান কার্যক্রম (২য় পর্যায়) শুভ উ‌দ্বোধন উপল‌ক্ষে উপ‌জেলা প্রশা‌সনের আ‌য়োজ‌নে বৃহস্প‌তিবার (১৭ জুন) বি‌কে‌লে উপ‌জেলা প‌রিষদ হলরু‌মে এক সংবাদ স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার মোস্তা‌ফিজুর রহমা‌নের সভাপ‌তি‌ত্বে উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার (ভূ‌মি) ত‌রিকুল ইসলাম, উপ‌জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হো‌সেন, ত্রিশাল বার্তার সম্পাদক শামীম আজাদ আ‌নোয়ার, ময়মন‌সিংহ বিভাগীয় প্রেসক্লা‌বের সাংগঠ‌নিক সম্পাদক এ‌টিএম ম‌নিরুজ্জামান ম‌নির, ত্রিশাল প্রেসক্লা‌বের সভাপ‌তি অধ‌্যাপক গোলাম মোস্তফা, সা‌বেক সভাপ‌তি খোর‌শেদুল আলম মু‌জিব, ত্রিশাল প্রেসক্লা‌বের সভাপ‌তি আলমগীর কবীর, সাধারণ সম্পাদক হুমায়ুন ক‌বির, ত্রিশাল প্রেসক্লা‌বের সা‌বেক সাধারণ সম্পাদক মোস্তা‌ফিজ নোমান, ত্রিশাল উপ‌জেলা প্রেসক্লা‌বের সহ সভাপ‌তি আ‌রিফুর রহমান রাব্বানী, সাধারণ সম্পাদক ফখরুদ্দীন আহ‌মেদ, ‌ত্রিশাল রি‌পোর্টার্স ইউ‌নি‌টির সভাপ‌তি এইচ এম জোবা‌য়ের হো‌সেন, ‌ত্রিশাল রি‌পোর্টার্স ক্লা‌বের সাধারণ সম্পাদক একেএম সা‌দিকুর রহমান কিরণ আকন্দ ও অন‌্যান‌্য সাংবা‌দিকবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD