শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ত্রিশা‌ল ইউ‌নিয়‌নে নির্বাচনী মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত

ফা‌তেমা শবনম
  • আপডেট বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১
  • ২৭৫ দেখেছে

আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৬নং ত্রিশাল ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগ ম‌নোনীত নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসাইনের বিজয় নি‌শ্চিত করার ল‌ক্ষ্যে এক বিশাল নির্বাচনী মত বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বুধবার (৩ ন‌ভেম্বর) সন্ধ‌্যায় ত্রিশাল ই‌উনিয়‌নের (৯নং ও‌য়ার্ড) কোনাবাড়ীতে ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহ‌যোগী সংগঠ‌নের আ‌য়োজ‌নে এক নির্বাচনী মত‌ বি‌নিময় সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে বক্তব‌্য রা‌খেন, ধর্ম বিষয়ক সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ময়মন‌সিংহ-৭ (‌ত্রিশাল) আস‌নের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী। প্রধান বক্তা হি‌সেবে বক্তব‌্য প্রদান ক‌রেন ‌ত্রিশাল ইউনিয়নের নৌকা ম‌নোনীত প্রার্থী জা‌কির হোসাইন।

উক্ত নির্বাচনী মত‌ বি‌নিময় সভায় ত্রিশাল ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের ৯নং ওয়া‌র্ডের সভাপ‌তি আবু সাঈদ মাস্টা‌রের সভাপ‌তি‌ত্বে বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, ত্রিশাল পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, ত্রিশাল পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমীন মৃধা, ত্রিশাল ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সভাপ‌তি ফজলুল হক, ত্রিশাল উপ‌জেলা স্বেচ্ছা‌সেবক লী‌গের সা‌বেক যুগ্ম আহবায়ক জ‌হিরুল ইসলাম সরকার, সা‌বেক যুবলীগ নেতা আব্দুল আ‌জিজ বাচ্চু, ইউ‌নিয়ন ছাত্রলীগ নেতা ই‌ঞ্জি‌নিয়ার মিনহাজ উ‌দ্দিন প্রমুখ।

মত‌ বি‌নিময় সভা সঞ্চালনা ক‌রেন ত্রিশাল ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের ৯নং ওয়া‌র্ডের সাধারণ সম্পাদক এনামুল হক তোতা। কোরআন থে‌কে তিলাওয়াত ক‌রেন সুরুজ মিয়া।

এছাড়াও উক্ত নির্বাচনীয় মত বি‌নিময় সভায় উপ‌স্থিত ছি‌লেন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ অন‌্যান‌্য অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!