শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ত্রিশা‌লে শ্রমিক ফেডা‌রেশ‌নের নতুন ক‌মি‌টি

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট বুধবার, ৯ জুন, ২০২১
  • ৪১৮ দেখেছে

বাংলা‌দেশ শ্রমিক ফেডা‌রেশন ময়মন‌সিংহ জেলার ত্রিশাল উপ‌জেলা শাখার নতুন ক‌মি‌টির ঘোষণা।

বাংলা‌দেশ চার্জার চা‌লিত ই‌জিবাইক শ্রমিক ফেডা‌রেশন (‌রে‌জি-বাজা‌ফে-১৭) কেন্দ্রীয় ক‌মি‌টির আওতাধীন ত্রিশাল উপ‌জেলা শাখা ক‌মি‌টির অনু‌মোদন করা হ‌য়ে‌ছে।

সংগঠ‌নের কার্যক্রম তরা‌ন্বিত করার ল‌ক্ষে ত্রিশাল পৌরসভার ‌মেয়র এ‌বিএম আ‌নিছুজ্জামান আ‌নিছ কে প্রধান উপ‌দেষ্টা এবং কাজল শেখকে সভাপ‌তি ও মোঃ হুমায়ুন কবিরকে সাধারণ সম্পাদক ক‌‌রে বাংলা‌দেশ শ্রমিক ফেডা‌রেশন ত্রিশাল উপ‌জেলা শাখা ক‌মি‌টির অনু‌মোদন ক‌রেন। বাংলা‌দেশ চার্জার চা‌লিত ই‌জিবাইক শ্রমিক ফেডা‌রেশন কেন্দ্রীয় ক‌মি‌রি সভাপ‌তি মোঃ আবু রাইহান মে‌হেদী ও সাধারণ সম্পাদক ইমরান সরকা‌রের স্বাক্ষ‌রে ৫১ সদস‌্য বি‌শিষ্ট ক‌মি‌টি দুই বছ‌রের জন‌্য অনু‌মোদন দেওয়া হয়।

এ‌তে সভাপ‌তি কাজল শেখ, কার্যক‌রি সভাপ‌তি মোঃ খোকন মিয়া (‌খোকা), সহ সভাপ‌তি আব্দুল বা‌তেন, তাফাজ্জল হো‌সেন ও মোঃ আ‌নোয়ার হো‌সেন, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্প‌াদক রু‌বেল মিয়া, সহ সাধারণ সম্প‌াদক বাবুল হো‌সেন ও সাইদুল ইসলাম, সাংগঠ‌নিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর, সহ সাংগঠ‌নিক সম্প‌াদক ফয়সাল হো‌সেন, প্রচার সম্পাদক মোঃ মোস্তাক, সহ প্রচার সম্পাদক আছাদুল ইসলাম, কোষাধ‌্যক্ষ ফরহাদ মিয়া, সহ কোষাধ‌্যক্ষ মোঃ আলামীন, দপ্তর সম্পাদক মোঃ ইব্রাহীম খ‌লিল, সহ দপ্তর সম্পাদক মোঃ জা‌হিদুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক মোঃ র‌বিন, সহ আইন বিষয়ক সম্পাদক মোঃ নাঈম, সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক মোঃ কাওসার, সহ সাংস্কৃ‌তিক বিষয়ক সম্পাদক মোঃ সজীব, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আ‌সিফ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ না‌ছিম, শ্রমিক কল‌্যাণ বিষয় সম্পাদক মোঃ রমজান, সহ শ্রমিক কল‌্যাণ বিষয় সম্পাদক কাজল মিয়া সহ আরও ২৭ জন‌কে সদস‌্য করা হ‌য়ে‌ছে।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!