শিরোনাম

ত্রিশা‌লে নওধার কোনাবাড়ী যুব সমা‌জের ফুটবল ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৯৬ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে নওধার কোনাবাড়ী যুব সমা‌জের উ‌দ্যো‌গে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মাদক মুক্ত সমাজ গড়ার ল‌ক্ষে শুক্রবার (১৭ সে‌প্টেম্বর) বিকা‌লে নওধার কোনাবাড়ী যুব সমা‌জের উ‌দ্যো‌গে এসএম বাবলু খেলার মা‌ঠে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় শতদল যুব কল‌্যাণ একাদশ ২ – ১ গো‌লে খন্দকার জা‌হিদ একাদশকে পরা‌জিত ক‌রে।

খেলায় প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ত্রিশাল ইউ‌নিয়‌নের সা‌বেক চেয়ারম‌্যান খন্দকার শাহজাহান ক‌বির। সভাপ‌তিত্ব ক‌রেন উপ‌জেলা স্বেচ্ছাসেবক দ‌লের আহবায়ক মোঃ নেয়ামত আলী। খেলা‌টি উদ্বোধন ক‌রেন উপ‌জেলা মু‌ক্তি‌যোদ্ধা প্রজন্মদ‌লের আহবায়ক মোঃ আসাদুজ্জামান সরকার।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!