ময়মনসিংহের ত্রিশালে পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
রবিবার (১২ সেপ্টেম্বর) বিকাল ৫টায় সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে ২০২১-২০২২ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় চকপাঁচপাড়া মাদ্রসা পুকুরে বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী।
এ সময় উপস্থিত ছিলেন জেলা সৎস্য কর্মকর্তা দীলিপ কুমার শাহা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তোয়ায়েল আহমেদ, উপজেলা খামার ব্যবস্থাপক সুকুমার রায়, সম্প্রসারণ কর্মকর্তা শাহরিয়ার রহমান বিল্লাল, বঙ্গবন্ধু পরিষদ ত্রিশাল উপজেলা শাখার সভাপতি কামরুজ্জামান মাস্টার, উপজেলা আওয়ামীলীগ নেতা জাকির হোসাইন, ত্রিশাল উপজেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির প্রমুখ। মমিনুল ইসলাম মমিন ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি ০১৭১৬ ৭৪৫ ৭৪৪