ময়মনসিংহের ত্রিশাল উপজেলার ৩নং কাঁঠাল উনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলার ফাতেমা নগর রেলওয়ে স্টেশনে আসন্ন কাঁঠাল উনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম বিষয়ক সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনের জাতীয় সংসদ সদস্য হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী।
এ সময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত ৩নং কাঁঠাল উনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী ডাক্তার শেখ কবীর রায়হান।
উক্ত আলোচনা সভায় কাঁঠাল ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার আসলাম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এএনএম শোভা মিয়া আকন্দ, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কিবরিয়া মাস্টার, পৌর আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল বাতেন, সাবেক পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মোকছেদুল আমিন মৃধা, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহাব প্রমুখ।ইউনিয়নের সাধারণ সম্পাদক এএফএম মাজাহারুল হক শাহজাহান মাস্টার অনুষ্ঠান সঞ্চালনা করেন।
এছাড়াও উপস্থিত ছিল ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।