ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির উদ্যোগে করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) বিকেলে ত্রিশাল বাজারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলার শাখার উদ্যোগে করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক ও সচেতনতামূল লিফলেট বিতরণ করা হয়।
উপজেলা শাখার সভাপতি নিতাই চন্দ্র রায় বলেন, করোনা প্রতিরোধে বিনামূল্যে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ত্রিশালে বসে বড় হাট। দূর দূরান্ত থেকে বহু লোকের সমাগম ঘটে এই হাটে। হাটে আসা এসব লোকজন মাস্ক সম্পর্কে মোটেই সচেতন নন। মাস্ক ব্যবহারে তাদেরকে উদ্বুদ্ধ করণ ও তাদের সচেতননা বৃদ্ধির জন্য বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা শাখার উদ্যোগে এ কর্মসূচী পালন কর্ হয়। হাটুরে গ্রামীণ মানুষের মধ্যে বিনা মূল্যে মাস্ক ও করোনা প্রতিরোধে করণীয় বিষয়ে লিফলেট বিতরণ করা হয়েছে।
এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ত্রিশাল উপজেলা শাখার সভাপতি নিতাই চন্দ্র রায় ও সাধারন সম্পাদক রাধারমণ মোদক সহ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।