শিরোনাম

ত্রিশাল হেল্পলাই‌নের ২য় প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত

ম‌মিনুল ইসলাম ম‌মিন
  • আপডেট শনিবার, ১১ সেপ্টেম্বর, ২০২১
  • ৩২৯ দেখেছে

ময়মন‌সিং‌হের ত্রিশাল হেল্পলাই‌নের ২য় প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

এ ল‌ক্ষে শ‌নিবার (১১ সে‌প্টেম্বর) দুপু‌রে ত্রিশাল ক‌মিউ‌নি‌টি ‌সেন্টা‌রে ত্রিশাল হেল্পলাই‌নের আ‌য়োজ‌নে এক আ‌লোচনা সভা অনু‌ষ্ঠিত হয়।

এ‌তে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন ময়মন‌সিংহ-৭ (‌ত্রিশাল) আস‌নের জাতীয় সংসদ সদস‌্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণাল‌য় সম্প‌র্কিত স্থায়ী ক‌মি‌টির সভাপতি হা‌ফেজ মাওলানা রুহুল আমীন মাদানী। বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন, ত্রিশাল উপ‌জেলা আওয়ামী ল‌ী‌গের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম মন্ডল, আওয়ামী লীগ নেতা মোখ‌ছেদুল আ‌মিন, আব্দুল বা‌তেন, সমা‌জ সেবক মিনহাজ উ‌দ্দিন, উপ‌জেলা ছাত্রলী‌গের সা‌বেক সহ সভাপ‌তি শ‌ফিউল্লাহ মোস্তফা ম‌নির, ত্রিশাল হেল্পলাই‌নের উপ‌দেষ্ঠা রেদুয়ান রায়হান প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!