শিরোনাম

ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের নতুন ক‌মি‌টি

  • আপডেট শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ১৮৪৯ দেখেছে

মমিনুল ইসলাম মমিন : ময়মন‌সিং‌হের ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের মেয়াদ উত্তীর্ণ ক‌মি‌টি বিলুপ্ত ক‌রে নতুন ক‌মি‌টির ঘোষণা করা হ‌য়ে‌ছে।

বাংলা‌দেশ কেন্দ্রীয় নির্বাহী সংস‌দের নির্দেশনায় ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের ক‌মি‌টির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বুধবার উক্ত ক‌মি‌টি বিলুপ্ত ঘোষণা ক‌রা হয়। সংগঠ‌নের কার্যক্রম আরও তরান্বিত  করার ল‌ক্ষে ত্রিশাল উপ‌জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি হি‌সে‌বে সা‌ব্বির আহ‌মেদ সা‌নি ও সাধারণ সম্প‌াদক হি‌সে‌বে এমরান হোসাইন অ‌লি‌কে আগামী একবছ‌রের জন‌্য দা‌য়িত্ব প্রদান ক‌রে নতুন ক‌মি‌টির ঘোষণা করা হয়।

ময়মন‌সিংহ জেলা ছাত্রলী‌গের সভাপ‌তি র‌কিবুল ইসলাম র‌কিব ও সাধা‌রণ সম্পাদক সরকার মোঃ সব‌্যসাচীর স্বাক্ষ‌রে আগামী এক বছ‌রের জন‌্য ত্রিশাল উপ‌জেলা ক‌মি‌টি ঘোষণা করে নবগত সভাপ‌তি ও সম্পাদক‌কে দা‌য়িত্ব প্রধান করা হয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!