সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের ৯২তম জন্মদিন উপলক্ষে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ত্রিশাল উপজেলা জাতীয় পার্টি কার্যালয়ে শনিবার সন্ধ্যায় আলোচনা, দোয়া ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির সভাপতি আঃ মজিদের সভাপতিত্বে ও ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির বিপ্লবী সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার তপনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি জনাব এ্যাডভোকেট আব্দুল বারেক।
প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন সাবেক সফল রাষ্ট্রপতি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ ছিলেন মানবতার এক অনন্য নিদর্শন, সারা বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে আজীবন স্বর্ণাক্ষরে যে নামটি লেখা থাকবে সেটি হলো আমাদের প্রিয় নেতা পল্লীবন্ধু এরশাদের। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম ও শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন এবং মসজিদ-মাদ্রাসা, মন্দির, গীর্জা সহ সকল ধর্মের উপাসনালয়ে বিদ্যুৎ বিল, পানি বিল সরকারি ভাবে মওকুফ করে তিনি বাংলার মানুষের হৃদয়ে অবিস্মরণীয় হয়ে থাকবেন।
গোলাম সারোয়ার তপন বলেন, আগামীতে দলকে আরো শক্তিশালী করে জাতীয় পার্টিকে ক্ষমতার দ্বারপ্রান্তে নিয়ে প্রয়াত আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের সুখী সমৃদ্ধ সোনার বাংলা বিনির্মানে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আঃ রউফ চেয়ারম্যান, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান জাহাঙ্গীর, সাংগঠনিক সম্পাদক জনাব মহিদুল ইসলাম মহিদ, জাতীয় ছাত্র সমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি ও ত্রিশাল উপজেলা জাতীয় পার্টির দপ্তর সম্পাদক মোঃ শরীফ উদ্দিন, সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আলাল উদ্দিন, কৃষি বিষয়ক সম্পাদক আবুল কালাম, রামপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আঃ বারেক, ত্রিশাল ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি শফিকুল ইসলাম, যুগ্ম সাহিত্য সংস্কৃতি ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হাজী শফিকুল ইসলাম, পৌর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক জনাব তাজুল ইসলাম, জাতীয় ছাত্র সমাজের সাধারণ সম্পাদক আল মাসুম রায়হান, জাতীয় তরুণ পার্টির আহ্বায়ক এম এ রশিদ সরকার, সদস্য সচিব নুরুল হুদা উওম, জাতীয় ওলামা পার্টির সাধারন সম্পাদক মাওলানা মনিরুল ইমসলাম মাসুদ, পৌর ওলামা পার্টির সভাপতি মাওলানা শহিদুল্লাহ, জাপা নেতা আঃ মালেক, ছাত্রনেতা আহাদ, মামুন প্রমুখ।