ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কানিহারী ইউনিয়নের ঐতিহ্যবাহী আহম্মদাবাদ উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ফুটবল টুর্নামেন্ট হয়েছে। ১৭ই সেপ্টেম্বর বিকেলে কানিহারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও আহম্মদাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদ উল্লাহ মাস্টারের সভাপতিত্বে সাবেক ছাত্রনেতা ইছহাক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জাতীয় সংসদ সদস্য ও ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব হাফেজ মাওলানা রুহুল আমিন মাদানী এমপি। বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আহমদ আলী আকন্দ, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার- উল- হক রিপন।
এছাড়া উপস্থিত ছিলেন, ত্রিশাল আওয়ামীলীগের সাবেক যুগ্ন আহবায়ক প্রবীণ আওয়ামীলীগ নেতা ফজলে রাব্বী, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের যুগ্ন আহবায়ক ও উপজেলা পরিষদ সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান এএনএম শোভা মিয়া আকন্দ,পৌর আওয়ামী লীগ সাবেক যুগ্ম আহ্বায়ক মোকছেদুল আমিন মৃধা ও উপজেলা ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি শফিউল্লাহ মোস্তফা মনির। এই খেলাটি প্রবীণ খেলোয়াররা অংশ নেন। পরে সবাইকে পুরস্কার বিতরণ করা হয়।