২৯ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ আওয়ীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ত্রিশাল উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেনের আমন্ত্রনে সাময়িক সময়ের জন্য ত্রিশালে নওধার তাঁর বাসভবনে যাত্রা বিরতি করেন। খবর পেয়ে জেলা আওয়ামীলীগ নেতা কর্মীসহ উপজেলার সর্বস্তরের নেতৃবৃন্দ ছুটে আসেন। পরে উপজেলা আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন মধ্যান্য ভুজের আয়োজন করেন।
বিভাগীয় দায়িত্ব প্রাপ্ত নেতার খবর পেয়ে সৌজন্য স্বাক্ষাত করতে আসেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. মোয়াজ্জেম হোসেন বাবুল, ত্রিশাল পৌরসভার মেয়র আলহাজ্ব এবিএম আনিছুজ্জামান আনিছ, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক নবী নেওয়াজ সরকার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক সাবেক উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম জুয়েল, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, শ্রমিকলীগ সভাপতি সোয়েল মাহমুদ সুমনসহ উপজেলার সাবেক ও বর্তমান নেতারা।
যাত্রা বিরতি কালে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ত্রিশালের করোনাকালীন সময় ত্রিশাল আওয়ামীলীগ ও জনগনের অবস্থা জানতে চান।
পরে জানাযায়, কেন্দ্রীয় আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ময়মনসিংহ জেলায় একটি দলীয় প্রোগামে প্রধান অতিথির আমন্ত্রনে যোগ দেওয়ার জন্য রওনা করছিলেন।