মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে গত ১৯ নভেম্বর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) উদ্যোগে ও কৃষি প্রযুক্তি কেন্দ্র ত্রিশালের সহযোগিতায় প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বোরো ধানের বীজ বিতরণ করা হয়।
এ উপলক্ষে কৃষি প্রযুক্তি কেন্দ্রে উন্নত পদ্ধতিতে বোরা ধানের চাষ বিষয়ে কৃষিবিদ নিতাই চন্দ্র রায়ের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কৃষকদের মধ্য থেকে বক্তব্য রাখেন, মোঃ রুহুল আমীন, মোঃ ইউনুস আলী ও বাবু রাধা রমণ মোদক প্রমুখ।সভাপতির বক্তব্যে কৃষি প্রযুক্তি কেন্দ্রের পরিচালক কৃষিবিদ নিতাই চন্দ্র রায় বলেন- ধান চাষকে লাভজনক করতে হলে (ব্রি) উদ্ভাবিত উচ্চ ফলনশীল জাতের ধান চাষ করতে হবে। সেই সাথে উন্নত প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে হেক্টর প্রতি ধানের ফলন বাড়াতে হবে।