শিরোনাম
ত্রিশালে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে মতবিনিময় সভা ত্রিশাল পৌরসভার মেয়র পদে আমিন সরকারের বিজয় চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান আসামি সোহেল গ্রেফতার ময়মনসিংহে ২ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার জাককানইবি সাংবাদিক সমিতির সভাপতি ফাহাদ, সম্পাদক আসলাম জাতীয় সংসদ নির্বাচন ৭ জানুয়ারি আজ সন্ধ্যা ৭টায় সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আফ্রিকার প্রাণী নীলগাই, জেব্রা ও কমনইল্যান্ড পরিবারে যুক্ত হলো পাঁচ নতুন ত্রিশালের সাখুয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি রিফাত ও সম্পাদক রিজন জয়পুরহাটের কালাইয়ে বর্ণাঢ্য আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন পালিত

ত্রিশালে কবি শোয়েব শাদাবকে সম্মাননা প্রদান

‌মো‌মিন তালুকদার
  • আপডেট শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১
  • ৫৩৭ দেখেছে

ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও সাখুয়া ইউনিয়নে বিশেষ সম্মাননায় ভূষিত হলেন কবি শোয়েব শাদাব শাহ্ গোলাম কিবরিয়া।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স কক্ষে (লোক) সাহিত্যের আয়োজনে প্রথম পর্বে আলোচনা, কবিতা পাঠ ও আড্ডা শেষে কবি শোয়েব শাদাব শাহ্ গোলাম কিবরিয়া কে জাককানইবি কর্তৃক কবি সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান। লোক কবি ফরিদ আহমদ দুলালের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লোক সম্পাদক কবি অনিকেত শামীম। এ সময় অন্যান্যদের মধ্যে মিলন মেলায় জাতীসত্তার কবি ও বাংলা একাডেমীর মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা, কবি নাসির আহমেদ, কবি শামসুল ফয়েজ, কবি আওলাদ হোসেন, বাতর সম্পাদক ময়মনসিংহ জং সম্পাদক কবি সরকার আজিজ, বাতর সম্পাদক কবি শামীম আশরাফ, কবি শরৎ সেলিম সহ লোক সাহিত্য ও সফল সাহিত্যিকগণ উপস্থিত ছিলেন।

২য় পর্ব- কবি শোয়েব শাদাব শাহ্ গোলাম কিবরিয়ার নিজ বাড়ি উপজেলার সাখুয়া ইউনিয়নের ফকিরবাড়িতে প্রধান অতিথী ছিলেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, সম্মানিত অতিথি কবি নাসির আহমেদ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কবির ছোটভাই সাখুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ্ মোহাম্মদ গোলাম ইয়াহিয়া।

কবির নিজ বাড়িতে দুপুরের খাবার শেষে প্রকাশিত (লোক) কবি শোয়েব শাদাব সংখ্যার মোড়ক উম্মোচন, কবিকে নিয়ে আলোচনা, কবিতা পাঠ, আড্ডা, কবিকে (লোক) এর পক্ষথেকে কবি সম্মাননা প্রদান শেষে সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাককানইবি ও সাখুয়ার অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশ্বসাহিত্য কেন্দ্র’র প্রোগ্রাম অফিসার রিপন আহসান ঋতু।

বাংলাদেশের বিনয় মজুমদার খ্যাত কবি শোয়েব শাদাব দুই দশকেরও বেশি সময় ধরে অসুস্থ্যতায় জীবন যাপন করছেন। এখনও তিনি অনেকটাই অপ্রকৃতিস্থ। তবে তাঁর কবিতা ইতমধ্যে সবাইকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে।

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সম্মাননা (লোক) কবিতা ভ্রমণ ঢাকা-ত্রিশাল-সাখুয়া (লোক) সাহিত্যের এ আয়োজন বিশেষ দৃষ্টান্ত রেখেছে যা প্রশংসনীয়।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

error: Content is protected !!