ময়মনসিংহের ত্রিশালে উৎসব মুখর পরিবেশে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিলেন নৌকা প্রতিকে মেয়র পদ প্রার্থী বাংলাদেশ আওয়ামীলীগ মনোনিত নবী নেওয়াজ সরকার।
আওয়ামী লীগ মনোনিত মেয়র প্রার্থী নবী নেওয়াজ সরকার দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ত্রিশাল উপজেলা নির্বাচন অফিসে বৃহস্পতিবার দুপরে মননোয়নপত্র দাখিল করেন। এ সময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন সরকার, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি জালাল উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কালাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবীর আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুন নেছা বিউটি, পৌর আওয়ামীলীগের সাবেক যুগ্ম আহবায়ক মোকছেদুল আমীন, উপজেলা যুবলীগের সভাপতি জুয়েল সরকার, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ইব্রাহীম খলিল শান্ত, যুগ্ম আহবায়ক ইব্রাহীম খলিল নয়ন প্রমুখ।