ময়মনসিংহের ত্রিশালে ভয়াবহ আগুনে পুড়ে গেছে সাংবাদিক পরিবারের দুইটি বসতঘর।
জানা যায়, উপজেলার পৌর শহরের ৬নং ওয়ার্ডের নওধার ভাংতি এলাকায় রোববার দিবাগত রাত পৌনে এগারোটার দিকে অগ্নিকাণ্ডে ত্রিশাল প্রেস ইউনিটির সহ সভাপতি ও দৈনিক স্বাধীনমত পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু রাইহানদের দুইটি বসতঘর ও ঘরে থাকা আসবাবপত্র সহ মোট তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অগ্নিকান্ডের খবর পেয়ে ত্রিশাল ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় দুই ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
সাংবাদিক আবু রাইহান বলেন, আমাদের দুইটি বসতঘরের সব পুড়ে ছাই হলেও আল্লাহর রহমতে আমার দুই ছোট বোন ও ভাগ্নেদের রক্ষা করেছেন। আমাদের প্রায় তিন লক্ষ টাকার মতো ক্ষতি হয়েছে।
ত্রিশাল ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা আবুল কালাম বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। আগুনে প্রায় ৩ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের দুটি ইউনিট প্রায় দুই ঘন্টা কাজ করেছে।