শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

ত্রিশালের মঠবাড়ি ইউপি সদস্য হলেন ওসমান গণি

ফাতেমা শবনম
  • আপডেট সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৮৪ দেখেছে

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার মঠবাড়ী ইউনিয়ন পরিষন নির্বাচনে ১নম্বর ওয়ার্ডে ইউপি সাধারণ সদস্য (মেম্বার) পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ ওসমান গণি।

তৃতীয় ধাপে নির্বাচনে উপজেলার মঠবাড়ী ইউনিয়নে ১নম্বর ওয়ার্ড থেকে টিউবওয়েল প্রতিক নিয়ে ৫শত ৫৯ ভোট পেয়ে মেম্বার নির্বাচিত হয়েছেন। একই ওয়ার্ড থেকে তার সাথে প্রদিদ্বান্দ্বতা করে মোঃ আব্দুল মান্নান ফুটবল প্রতিক নিয়ে পায় ৩শত ৩২ ভোট, মোঃ আবুল কালাম মোরগ প্রতিক নিয়ে পায় ২ শত ৬৪ ভোট এবং মোঃ এনামুল হক এনাম তালা প্রতিক নিয়ে ৩ শত ২৫ ভোট পায়।

মোহাম্মদ ওসমান গণি বলেন, ‘সব সময় এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করি। মানুষ বেশি কিছু চায় না, ভালো আচরণ, সুষ্ঠু বিচার আর যেকোনো সমস্যায় মেম্বার-চেয়ারম্যান তাদের পাশে থাকুক এটাই চায়। সেই চেষ্টাই করি। এলাকাবাসী তাই যোগ্য মনে করে নির্বাচিত করেছেন। যতদিন বেঁচে থাকবো ততদিন যেনো মানুষের সেবা করে যেতে পারি।’

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD