রবিবার, ১১ মে ২০২৫, ০৬:৩৯ পূর্বাহ্ন

জামালপুরের মেলান্দহে তিন এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

জিল্লুর রহমান রতন, জামালপুর থেকে
  • আপডেট মঙ্গলবার, ১৬ মে, ২০২৩
  • ২২১ দেখেছে

জামালপুরের মেলান্দহে এসএসসি (ভোকেশনাল)পরীক্ষায় অসদুপায় অবলম্বন করায় তিন এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (১৬মে) কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে রসায়ন বিজ্ঞান দ্বিতীয় পত্রের পরীক্ষা চলাকালে উপজেলার ফুলকোচা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ওই তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। বহিষ্কার হওয়া শিক্ষার্থীদের দুইজন ফুলকোচা উচ্চ বিদ্যালয়ের। অপর একজন ভাবকী গফুর মন্ডল উচ্চ বিদ্যালয়ের।

ওই পরীক্ষা কেন্দ্রের সচিব মো. ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষা চলার সময়ে তিন পরীক্ষর্থীর কাছে নকল পাওয়ায় তাদের এক বছরের জন্য বহিষ্কার করা হয়েছে।

উপজেলা মাধ্যমিকের একাডেমিক সুপারভাইজার মো. আশরাফুল আলম জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের সময় হাতেনাতে তারা ধরা পড়ে। তাই তাদের বহিষ্কার করা হয়। এ বছর তারা আর এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারবে না।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD