শুক্রবার, ০৯ মে ২০২৫, ০২:১৮ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে ইয়াবাসহ দুই শীর্ষ মাদক ব্যবসায়ী আটক

Reporter Name
  • আপডেট বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৪০৫ দেখেছে
আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ হতে দুই শীর্ষ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫।

২৪ জুন বুধবার দুপুর ১ টার দিকে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মুসলিমপুর ঈদগাহর কাছে অভিযানে তাদের আটক করা হয়।। অভিযানে মাদক ব্যবসায়ীদের নিকট হতে ২৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হল, শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের সোনামসজিদ সালামপুর গ্রামের মো. ভদুর ছেলে মো. সোলেমান ওরফে নবী (১৯) ও একই গ্রামের মনিরুল ইসলাম মুন্নুর ছেলে মো. জুয়েল রানা (১৮)।

প্রেস-বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ২৯৭ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়।

র‌্যাব আরো জানায়, আটককৃত একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন যাবৎ ইয়াবা ট্যাবলেটসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা দায়ের করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানায় র‌্যাব-৫।

সংবাদটি শেয়ার করুন

এই সংক্রান্ত আরও খবর

ফেইসবুক পেজ

© এই ওয়েবসাইটের  লেখা, ছবি ও ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পূর্ণ বেআইনি © Developing By :  ESAITBD Software Lab
ESAITBD Sof-Lab UAE/BD